আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতির একটি মামলা হয়েছে। নিহত ডাকাত সদস্য জুয়েলসহ অজ্ঞানামা আরো ৯ থেকে ১০ ডাকাত সদস্যেকে মামলায় আসামি করা হয়েছে। আজ শুক্রবার সকালে আব্দুল কাদির নামে এক ব্যক্তি মামলা করেন। ২২ এপ্রিল বুধবার দিবাগত রাত ২টার দিকে একই এলাকার আব্দুল কাদিরের টিনের ঘরের বেড়া ও দরজা ভাঙার চেষ্টা কালে তার পরিবারের লোকজন ডাকাত বলে চিৎকার দেয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত বলে অবহিত করলে আশপাশের কয়েক গ্রামের লোকজন মিলে মুখোশ পরিহিত ১০ থেকে ১১ জনের ডাকাত দলকে ধাওয়া দেয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।