আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে গণপিটুনিতে আহত ইব্রাহিম ওরফে কোবরা (২৮) মারা গেছেন। আজ শনিবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর বশীর উল্লাহ। এর আগে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। ২৩ এপ্রিল রাতে বৈলারকান্দি এলাকায় চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আড়াইহাজার থানার এসআই রূপন বলেন, বৈলারকান্দি এলাকার উজ্জল নামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা থেকে আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মা রিনা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪এপ্রিল সকালে তাকে হস্তান্তর করা হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, মৃত্যের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। কোনো প্রকার অভিযোগ না থাকায় পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের তত্ত¡বধানেই তার চিকিৎসা চলে। প্রসঙ্গত. ২১ এপ্রিল একই ইউনিয়নের লস্করদী এলাকায় ডাকাত সন্দেহে জুয়েল নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়ে ছিলেন। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করা হলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া দেয়। এক পর্যায়ে জুয়েলকে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। তিনি স্থানীয় লস্করদী এলাকার আলাউদ্দিনের ছেলে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।