Logo
HEL [tta_listen_btn]

জামালপুরে ডাক্তার, নার্স পুলিশসহ ৮ জন করোনায় আক্রান্ত

জামালপুরে ডাক্তার, নার্স পুলিশসহ ৮ জন করোনায় আক্রান্ত

শেখ ফজলে রাব্বি জামালপুর :   জামালপুরে চিকিৎসক, নার্স ও পুলিশসহ নতুন করে আটজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৪৬ জনের দেহে করোনাভাইরাস  শনাক্ত হল। সূত্র জানায়, ময়মনসিংহের করোনা পিসিআর ল্যাব থেকে শনিবার সন্ধ্যায় ৭৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এরমধ্যে আটজনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের মধ্যে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের দুজন সহকারী অধ্যাপক রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৪৮ ও ৪৩ বছর। এছাড়া ইসলামপুর হাসপাতালের একজন নারী মেডিক্যাল অফিসার (৩০), জামালপুর সদরের ইটাইল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের একজন মেডিক্যাল অফিসার (২৭) ও জামালপুর সদর হাসপাতারের একজন স্টাফ নার্সের (৩১) করোনা শনাক্ত হয়েছে। পুলিশের আক্রান্ত তিনজনের মধ্যে জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই (৩১) ও দুজন কনস্টেবল রয়েছেন। আগে আক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী (২৮) ও গাড়িচালক (৩৭) করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসক ও একজন স্টাফ নার্সের করোনার উপসর্গ জটিল নয়।তাই তাদেরকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হবে। তিনজন পুলিশ সদস্যকে কোথায় রাখা হবে এ নিয়ে  পুলিশ সুপারের মতামত চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com