Logo
HEL [tta_listen_btn]

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষ , আহত কলেজ ছাত্রের মৃত্যু

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষ , আহত কলেজ ছাত্রের মৃত্যু

শেখ ফজলে রাব্বি , জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে সংঘর্ষের ঘটনায় গোলাম আজম (২০) নামে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সরকারি কলেজের অনার্সের গণিতের বিভাগের ছাত্র এবং উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে। ২৫ এপ্রিল রাত এগারোটায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়। জানা যায়, নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামে হলফ উদ্দিন মন্ডল হাজীর ছেলে বকুল মন্ডলের সঙ্গে পার্শ্ববর্তী মৃত আবুল খায়ের খুনলালের ছেলে দুলাল পক্ষের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ২৫ এপ্রিল বিকালে জমির সীমানা নিয়ে বকুল মন্ডল ও দুলালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল চড়াও হয় বকুল মন্ডলের উপর। এক পর্যায়ে বকুল মন্ডলের ছেলে গোলাম আজমের উপর অতর্কিতভাবে হামলা করে দুলাল, ফুলু, আব্দুস সাত্তারসহ তাদের লোকজন। হামলায় বকুল মন্ডল (৫০), তার স্ত্রী সেলিনা বেগম (৪৫) ছেলে গোলাম আজম (২০), মাসুদ (২৫) ও মা তারাবান বেগম (৭৫) আহত হন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত এগারোটায় চিকিৎসাধীনবস্থায় গোলাম আজম মারা যান। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরের ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।’ এ ব্যাপারে পুলিশের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া জানান, ‘দোষিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com