স্টাফ রিপোর্টার(দৈনিক দেশের আলো): আড়াইহাজারে নতুন আরো এক নারী করোনা রোগী সনাক্ত হয়েছে । সোমবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বার্তায় এ খবর জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ উত্তম কুমার দাশগুপ্ত জানান, আক্রান্ত রোগীর নাম শারমিন(২৫)। তার বাড়ী উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী পূর্ব পাড়ায়। আক্রান্ত শারমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ টিম তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হলে তার করোনা পজেটিভ নির্ণয় হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, গত ৩ দিন ধরে আমরা আড়াইহাজার থেকে প্রায় ৩০ জনের নমুনা আইইডিসিআর এ পাঠিয়েছি এর মধ্যে কোন করোনা রোগী সনাক্ত হয়নি । এটা আমাদের জন্য সুখবর। নতুন আক্রান্ত শারমিন ঢাকায় থাকে।