স্টাফ রিপোর্টার:- নারায়নগঞ্জের আড়াইহাজারে আদালতের আদেশ অমান্য করে অবৈধ ভাবে জোড় পূর্বক মাটি কাটার অভিযোগে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানাযায়, মঙ্গলবার সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের ছোট শালমদী গ্রামের টিপু মোক্তারের খরিদ কৃত ৩.৭৫ শতাংশ জমি থেকে সিংহদী গ্রামের মৃত মালা গাজীর ছেলে আবুল হোসেন জোড় পুর্বক ৫/৭ জন লোক নিয়ে মাটি কাটতে থাকে। এ সময় জমির পকৃত মালিক টিপু সুলতান মাটি উত্তোলনে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানার এস,আই আসাদ তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে আবুল হোসেন (৬৫) এবং তার ছেলে সাদিকুর (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানান,আবুল হোসেন ভ’য়া দলিল করে অনেক লোকের জমি দখল করে নিয়ে গেছে। থানার ,এস,আই আসাদ তালুকদার জানান, তাদের দুইজনকে জিজ্ঞাসা বাদের জন্য আনা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।