Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে নারয়নগঞ্জ জেলা সহসভাপতি মাহামুদুর রহমান সুমনকে অবাঞ্চিত ঘোষনা

 আড়াইহাজারে নারয়নগঞ্জ জেলা সহসভাপতি মাহামুদুর রহমান সুমনকে অবাঞ্চিত ঘোষনা

 

স্টাফ রিপোর্টার(দৈনিক দেশের আলো)

সোমবার সন্ধায় বিএনপি ও তার অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন শেষে আড়াইহাজার থানা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাহামুদুর রহমান সুমনকে অবাঞ্চিত ঘোষনা করাহয় । উল্লেখ্য গত রবীবার ২৬ এপ্রিল মাহামুদুর রহমান সুমনের পৈত্রিক বাড়ী হাইজাদী ইউনিয়নের ইলমদী গ্রামে ,বিএনপির জাতীয় নির্বহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুলকবীর রিজবী ত্রানসামগ্রী বিতরন করেন । এ সময় দলীয় নেতাকর্মীদের কাওকে জানানো হয়নি বলে অভিযোগ উঠে এবং নেতা কর্মীরা ক্ষোভে ফেটে পরেন । আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি কবীর হোসেন তার বক্তব্যে বলেন ,আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এলাকায় আসল আমরা যারা কমিটিতে দলের অংগ সংঘঠনের নেতাকর্মী আছি তাদের কাউকে জানানো হলোনা এটা অত্যন্ত দঃখজনক ।তাই আমি আড়াইহাজার যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ।মাহামুদুর রহমান সুমনের এহন আচরনে স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে । নারায়নগঞ্জ-২ আসনে ধানের শীশ প্রতিক পান বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তরজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।মাহমুদুর রহমান সুমন  মনোনয়ন না পেয়ে আওয়ামিলীগের সাথে আতাত করে টাকা ও লোকবল দিয়ে চরম বিরোধিতা করে ।এ বিষয়টি বিএনপি নেতাকর্মীরা সবাই জানে ।থানা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবু বলেন আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের এলাকায় আসল অথচ আমি দলের থানা বিএনপির সাধারন সম্পাদক হয়ে জানতে পারলামনা এটা নিসঃন্দেহে দুঃখজনক বিষয় ।আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে এই স্বৈরাচারি সরকারের মামলা হামলা নির্জাতনে আমি সহ বিএনপির নেতাকর্মীরা নিশপেষিত । ১১ বছর কোথায় ছিল মাহামুদুর রহমান সুমন ।কোনদিন কোন আন্দোলন সংগ্রামে সে ছিলনা ।কোন দিন কোননেতা কর্মীর খোজখবর নেইনি । সে তার জাহিনস্পিনিং মেইল ও সম্পত্বি রক্ষার জন্য আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করেছে । এখন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিবকে এনে পত্রপত্রীকায় নিউজ করে নেতা হতেচাচ্ছে ।জনগন ও নেতাকর্মীদের মনে ঠাই করে নিতে না পারলে কখনো নেতা হওয়া যায়না ।নজরুলইসলাম আজাদ ভাই বিগত দিন গুলুতে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতাকর্মীদের সাহস যোগিয়েছে ,সকল নেতাকর্মীর মামলা হামলার খরচ যোগিয়ে সর্বক্ষনিক খোজখবর রেখেছেন । আড়াইহাজারের মাটি ও মানুষের নেতায় পরিনত হয়ে উঠেছে । আজাদ ভাই ৩০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী প্যাকেজ ঘোষনা করেছে এই পর্যন্ত ১৫০০০ প্যাকেট বিতরন সম্পূন্য হয়েছে ।তাই আমরা বিএনপির নেতা কর্মীরা সুমনের এহন কার্যকলাপের দিক্কার জানাই ।তাই আজ থেকে আওয়ামীলীগের এজেন্ট মাহামুদুর রহমান সুমনকে আড়াইহাজার বিএনপির রাজনীতিতে অবাঞ্চিত ঘোষনা করলাম ।গনতন্ত্রের জননী আমাদর মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারুন্যের অহংকার জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করছি ।এ সময় আরো বক্তব্য রাখেন থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মদ,বিএনপি নেতা আফজাল ভূইয়া,সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক শফিউদ্দীন শফু,নাজমুল হাসান বাচ্চু যুগম আহবায়ক থানা যুবদল,   মাহাবুব ভূইয়া সভাপতি ব্রাহ্মন্দী ইউনিয়ন ষুবদল,রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক নারায়নগঞ্জ জেলা ছাত্রদল,যুবদল নেতা আসাদ ,আড়াইহাজার থানা শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন,শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জুলহাস মোল্লা,বিএনপি নেতা আলী আক্কাস ,বিএনপি নেতা বকুল ও সুমন প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com