Logo
HEL [tta_listen_btn]

বগুড়ার শাজাহানপুরে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়া থেকে এনামুল হক রাঙ্গা : বগুড়া শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের ধান ক্ষেতের জমিতে সালমা বেগম(২৭) নামে এক নারী লাশ পাওয়া যায়। গতকাল মঙ্গল বার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহত নারী ওই গ্রামের সাহেব আলীর মেয়ে সালমা বেগম(২৭)। শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। নিহতের পরিবার সূত্রে এবং স্হানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, ওই নারীর বগুড়া গাবতলী উপজেলার তরনীহাট গ্রামের সোহেল রানা(৩৫)’র সাথে বিয়ে হয়েছিলো। দাম্পত্য জীবনে তাদের ৮ এবং ৬বছরের ২টি সন্তান রয়েছে। গত ৬ মাস আগে সালমার বিবাহ বিচ্ছেদ হয় । তারপর থেকে ওই নারী বাবার বাড়িতেই থাকতেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে সালমা ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি।পরদিন সকালে বাড়ি থেকে অন্তত ২শত গত দূরে ধানক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আজিম উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিৎ হওয়া যাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com