Logo
HEL [tta_listen_btn]

রামগড়ে গরিব-দুস্হদের বাড়িতে ত্রাণ ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

রামগড়ে গরিব-দুস্হদের বাড়িতে ত্রাণ ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

এমদাদ খান (রামগড়) খাগড়াছড়ি সংবাদদাতা– করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটি আর লকডাউন চলছে। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী। কঠিন এ সময়ে রামগড়ে কর্মহীন মানুষের মুখে খাদ্য তুলে দিতে কাঁধে অস্ত্র নিয়েই খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছে সেনা সদস্যরা। খাগড়াছড়ির রামগড় পৌরসভা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব রেশন থেকে বাছিয়ে খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা করেছে গুইমারা রিজিয়ন কমাণ্ডার। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া ব্যপিস্ট চার্চ,মহামুনি বোদ্ধমন্দিরে, ও রামগড় থানার সামনে ৭০জন গৃহবন্দি, কর্মহীন ও দুস্থ-অসহায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী বিতরণ করে গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান পি,এস,সি,জি,এর নেতৃত্বে আরো উপস্হিত ছিলেন গুইমারা রিজিয়নের জি এস ও টু মেজর মোহাম্মদ মইনুল আলম। রামগড় থানার (ভারপাপ্ত) কর্মকর্তা ওসি সামসুজ্জামান, রামগড় থানার ওসি তদন্ত মনির হোসেন। ত্রাণ এর পাশাপাশি রামগড় মহামনি বৌদ্ধ মন্দিরে প্রধান ভান্তের হাতে নগদ (দশ হাজার টাকা) আর্থিক অনুদান তুলে দেন। গুইমারা রিজিয়ন কমান্ডার সাংবাদিকদের বলেন, করোনা দুর্যোগে সাধারণ মানুষ যেন ঠিকমতো খেতে পারেন সেজন্য সেনা সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন, নিম্নআয়ের দুস্থ ও অসহায় মানুষ খুঁজে বের করে খাদ্য সামগ্রী তাদের বাসা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করেন।তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব। সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের গরিব ও দুস্থ মানুষদের সেনাবাহিনী অতীতের মতো আগামীতে ও পাশে থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com