Logo
HEL [tta_listen_btn]

এড. তৈমূর আলম খন্দকারের নির্দেশে আড়াইহাজারে অনুর নেতৃত্বে ধান কাটা শুরু

এড. তৈমূর আলম খন্দকারের নির্দেশে আড়াইহাজারে অনুর নেতৃত্বে ধান কাটা শুরু

আড়াইহাজার প্রতিনিধি:
করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে লোক সমাগম ঠেকাতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর। থমকে গেছে মানুষের দৈনিন্দন কাজকর্ম। এরই মধ্যে আড়াইহাজার উপজেলার পাকতে শুরু করেছে বোরো ধান। আড়াইহাজার উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার জানান, উপজেলায় মোট কৃষি জমির পরিমাণ ১৫,২৫০ হেক্টোর। এর মধ্যে উপজেলা ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০,২০০ হেক্টোর জমিতে চলতি মৌসুমে বোরো ধান আবাদ করা হয়েছে। উপজেলার কৃষকরা এই ফসলের উপর মূলত নির্ভর করে থাকেন। আবহওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। তবে ধান কাটা শ্রমিক সংকটে কৃষকরা দুশ্চিতায় ভোগছেন। প্রতিবছর পাকা ধান কাটতে গিয়ে কৃষককে বিড়ম্বণা পোহাতে হয়। এ বছর করোনাভাইরাসে শ্রমিক সংকটের পাশপাশি কৃষকের অর্থ সংকট দেখা দিয়েছে। এর মধ্যে শুরু হয়েছে মৌসুমী বৃষ্টিপাত। এতে কৃষকরা দ্রæত সময়ের মধ্যে ধান কাটা নিয়ে চরম দুশ্চিতা রয়েছেন। অর্থহীন কৃষকের পাশে দাঁড়ালেন জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্দেশে এরই মধ্যে আড়াইহাজারে গঠন করা হয়েছে ৩৯ সদস্য বিশিষ্ট একটি ধান কাটা টিম। টিমের নেতৃত্বে রয়েছেন আনোয়ার হোসেন অনু। বৃহম্পতিবার বেলা ৯টায় আনোয়ার হোসেন অনু জানান, তার নেতৃত্বে টিমের সদস্যরা আড়াইহাজার উপজেলার শিবপুর এলাকায় মৃত রুপ মিয়ার ১ বিঘা জমির পাকা ধান কেঁটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তিনি আরো বলেন, স্থানীয় কৃষকদের কথা চিন্তা করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্দেশে এরই মধ্যে ৩৯ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাসের ঝুঁকি থাকার পরও দলীয় সিদ্ধান্তকে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ধানকাটার এই কার্যক্রম চলমান। আমাদের টিমের সদস্যরা ধান কেটে পৌঁছে দিবে কৃষকের বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com