স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেছেন, আপনারা কোন গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করবেন না। সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে ডা. ইভা বলেন, এই পর্যন্ত ২৩ জন লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা অনেকটাই সুস্হ আছেন চিকিৎসা করানো হচ্ছে। গতকাল বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলার করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত রোগীরা শত্রু নয়। আমাদেরই কারও স্বজন কিংবা প্রতিবেশি। তাদের প্রতি মানবিক হোন। আমরা খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালের ফেইসবুক থেকে সকলকে জানিয়ে দিব। তিনি সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।