এনামুল হক রাঙ্গা উত্তরাঞ্চল ব্যুরো : শ্রমিক কল্যাণের নামে সারা বছর রাস্তাঘাটে নেতারা চাঁদা তুললেও সাধারণ শ্রমিকরা করোনায় সহায়তা না পেয়ে পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। নেতাদের কাছে হন্যে হয়ে ঘুরেও চলমান পরিস্থিতিতে সহায়তা পাচ্ছেন না অনেকেই। এর প্রতিবাদে ও খাদ্য সহায়তার দাবিতে বৃহস্পতিবার সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। জেলা শহরের এম এ মতিন বাস টার্মিনালের সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে শুয়ে পড়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন। এ সময় সড়কের দু’পাশে শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। পুলিশ এসে তাদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে নেতারা এসে প্রশাসনের কাছ থেকে সহায়তা আদায় করে প্রদানের আশ্বাস দিলে সাধারণ শ্রমিকরা অবরোধ তুলে নেন। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, ‘দীর্ঘ দেড় মাস ধরে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। অভাবের তাড়নায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে মাত্র ৪’শ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হলেও শ্রমিক রয়েছে সাড়ে ৫ হাজার।’ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফিরোজ মাহমুদ বলেন, জেলা সদরের পরিবহনসহ ১৩টি গোষ্ঠির প্রায় ২ হাজার শ্রমিককে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সদর ইউএনও সরকার অসিম কুমার বলেন, জেলা প্রশাসন থেকে বিক্ষোভকারীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে রোববার নতুন বরাদ্দ দেওয়া যেতে পারে। জেলা ত্রাণ/পুনবার্সন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, অবরোধ ও বিক্ষোভ না করে আবেদন করলেই সরকারি খাদ্য সহায়তা পাওয়া যাবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।