Logo

নারায়ণগঞ্জে পুলিশের দুইজন পরিদর্শকসহ ৪৩ জন পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত 

নারায়ণগঞ্জে পুলিশের দুইজন পরিদর্শকসহ ৪৩ জন পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত 

দেশর আলো নিউজ: নারায়ণগঞ্জ জেলা পুলিশের দুইজন পরিদর্শকসহ মোট ৪৩ জন সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইতোমধ্যে জেলা পুলিশের দুইজন পরিদর্শকসহ ৪৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা জেলা পুলিশ লাইন্সে ও বাসায় আইসোলেশনে রয়েছেন।

জায়েদুল আলম বলেন, আক্রান্তদের সবাই এখন পর্যন্ত ভালো আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি।

এর আগে গত ২৭ এপ্রিল জেলায় ২৬ জন পুলিশ সদস্য আক্রান্ত বলে পুলিশ সুপার জানিয়েছিলেন। গত দুইদিনে আরো ১৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com