বগুড়া থেকে এনামুল হক রাঙ্গা : মে মাসের প্রথম দিন আজ শুক্রবার করোনা ভাইরাস সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন ৩৭, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজ মাঠে শ্রমিকদের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্থানীয় সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে ২০০টি শ্রমজীবী পরিবারের প্রধানদের হাতে এ খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পিঁয়াজ, ভোজ্যতেল, আটা, সাবান, মাস্ক ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক যুবনেতা এমপি পুত্র হুসাইন শরিফ সঞ্চয়, শিবগঞ্জ সদর ইউনিয়নের জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিন, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, মর্নিং সান কে’জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সমাজ সেবক আবুল হোসেন খোকা, মোশাররফ হোসেন, মোজাফ্ফার রহমান প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।