আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরো এক ব্যক্তির শরীরে (কোভিড-১৯)-এ করোনাভাইরাস (পজিটিভ) শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার স্থানীয় বিশনন্দী এলাকার বাসিন্দা। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩জনে। আজ রোববার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হয়েছিল। প্রাপ্ত রিপোর্টে তার দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী ৩২২ জনের নমুনা (শ্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত পাঁচজন সুস্থ হয়েছেন। প্রসঙ্গত. ৮এপ্রিল এই উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন একনারী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।