আড়াইহাজারে দুইশত পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
জাকির হোসেন: জানা যায় আজ ৩ মে রবিবার সন্ধ্যায় কালাপাহাড়িয়ার তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃসহিদুল আলম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীচর গ্রামে অভিযান চালিয়ে হান্নান(৪০)ওআলামিন(২৮) নামে দই মাদক ব্যবসায়ীকে আটক করে।ঐ সময় তাদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে দুইশত পিছ ইয়াবা উদ্ধার করে।গ্রেফতার কৃত হান্নান কদমীচর গ্রামের মোন্তাজউদ্দীনের ছেলে অপর মাদক ব্যবসয়ী ঝাউকান্দী গ্রমের জসীমউদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়। আটক কৃত হান্নানে বিরুদ্ধে ইতি পূর্বেও মাদক মামলা চলমান রয়েছে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় ব্যবসা চালিয়ে যাচ্ছ বলে এলাকাবাসী জানায়।আড়াইহাজার থানার ওসি(তদন্ত) মোঃআমিরহোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন এ ব্যপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।।।
ফাইল ছবি।