Logo
HEL [tta_listen_btn]

বগুড়ায় জব্দকৃত ৫১০০ কেজি চাল পেল ৫০৫ কর্মহীন পরিবার

বগুড়ায় জব্দকৃত ৫১০০ কেজি চাল পেল ৫০৫ কর্মহীন পরিবার

এনামুল হক রাঙ্গা বগুড়া : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে আদালতের নির্দেশে সরকারী জব্দকৃত চাল কর্মহীন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।রবিবার শিবগঞ্জ থানা চত্বরে এ চাল বিতরণ করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। উল্লেখ্য বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকা সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের বাড়ী হতে অভিযান চালিয়ে গত ১১ এপ্রিল/২০২০ তারিখে সরকারের ১০ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজি ওজনের ১০২ বস্তা সর্বমোট ৫ হাজার ১শত কেজি চাল উদ্ধার করা হয়। চালগুলি কালো বাজারী ও অবৈধ মজুদ করার অপরাধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ২৩ এপ্রিল/২০২০ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসমা মাহমুদ ৫ হাজার ১শত কেজি চালের মধ্যে ৫০ কেজি নমুনা স্বরূপ রেখে ৫ হাজার ৫০ কেজি চাল বগুড়া পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেলকে কর্মহীন গরীব মানুষকে বিতরণের জন্য আদেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ১০ কেজি চাল তার সঙ্গে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ২ কেজি আলু ৫শত ৫টি পরিবারের মধ্যে শিবগঞ্জ থানা পুলিশের নিজস্ব উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার কর্মহীন অসহায় গরীব পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল কুদরত-ই খোদা শুভ, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ইন্সপেক্টর তদন্ত ছানোয়ার হোসেন, ইন্সপেক্টর অপারেশন হরিদাস মন্ডল, এস.আই মোস্তাফিজার রহমান, সাহেব গণি, শহিদুল ইসলাম শহিদ-১, আলী আকবর, এএসআই খায়রুল বাশার, মামুনুর রশিদ মামুন, আফজাল হোসেন প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com