আড়াইহাজার থেকে জাকির হোসেন:
চলমন লকডাউনে লোকসানে পড়েছে আড়াইহাজারের দুগ্ধ খামারী রা। গত প্রায় ২ মাসে সাড়ে চার লাখ টাকা লোকসানে পড়েছে আর এস এইচ ডেইরী ফার্ম। এমনটাই দাবী কর্তৃপক্ষের।
উপজেলা সদরের কামরানীরচর ( দাসপাড়া) গ্রামের আর এস এইচ ডেইরী ফার্ম মালিক মোতাহার হোসেন রুনু জানান, তার ফর্মে গাভীর সংখ্যা দুটি সেডে ৪০ টি। এর মধ্যে ৩৫ টি গাভী প্রতিদিনি ২৫০ থেকে ৩০০ লিটার দুধ দেয়। গত ২৫ মার্চ থেকে এ যাবত দুধ বিক্রি বন্ধ। এ ফার্মে শ্রমিক সংখ্যা ১০ জন। দুধ বিক্রি না হলে তাদের বেতন আসবে কোথা থেকে। তা ছাড়া উপজেলায় অরো যে কয়টি ডেইরী ফার্ম রয়েছে সবগুলোর একই অবস্থা। এমতাবস্থা চলেতে থাকলে ফার্ম গুলো বন্ধ হয়ে যাবে বলে ফার্ম মালিকেরা আশংকা করছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।