আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত স্থানীয় কয়েকজন কৃষকের পাকা ধান কেটে দিয়েছে থানা বিএনপির নেতাকর্মীরা। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৈলারকান্দি এলাকার কৃষক মনিরুজ্জামানের ৪৫ শতাংশ ও ফারুকের ৬০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়েছে। পরে ধান মাড়াই করে তা তাদের ঘরে পৌঁছে দেওয়া হয়। জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও আড়াইহাজার বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনুর নেতৃত্বে ৫০ সদস্যের একটি দল প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন। কৃষক মনিরুজ্জামান বলেন, বিএনপির নেতা আনোয়ার হোসেন অনুর প্রতি আমি কৃতজ্ঞ। তিনি ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মী নিয়ে আমার জমির পাকা ধান কেটে দিয়েছেন। পরে ধান মাড়াই করে আমার ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন, শ্রমিক সংকটের কারণে আমি জমির ধান কাটতে পারছিলাম না। এতে চিন্তায় ছিলাম। আনোয়ার হোসেন অনু বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমূর আলম খন্দকারের নির্দেশে ধান কাটার একটি টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষকের অর্থ সংকট দেখা দিয়েছে। তাদের ঘরে খাবার নেই। শ্রমিক সংকটে তারা ধান কাটতে পারছেনা। কৃষকের খাদ্য সংকট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন ৫০ সদস্যের একটি দল ধান কেটে মাড়াই করে তা কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছেন। তিনি আরও বলেন, গতকাল ছিল আমার নেতৃত্বে ধান কাটার পঞ্চম দিন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।