Logo

নারায়ণগঞ্জের প্রতিটি গার্মেন্টসে মেডিকেল টিম গঠনের নির্দেশ

নারায়ণগঞ্জের প্রতিটি গার্মেন্টসে মেডিকেল টিম গঠনের নির্দেশ

 

 ঢাকা অফিস:    করোনা পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের প্রতিটি গার্মেন্টসে মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই মেডিকেল টিম সরকারের নির্দেশনা পালনে দায়িত্বপ্রাপ্ত হবে এবং ন্যাশনাল কমিটির কাছে প্রতিনিয়ত রিপোর্ট করবে। গতকাল রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা পরিস্থিতিতে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা সংক্রান্ত’ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে করোনার হটস্পট নারায়ণগঞ্জ থেকে যেন কেউ বাইরে না যায়, এবং বাইরের কেউ যেন না ঢুকে এই বিষয়ে বিশেষভাবে দেখার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। পাশাপশি স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা যেন মিনিমাম দূরত্ব রেখে কাজ করে। তাদের পরিবহন যাতে সঠিক হয়, তাদের থাকা-খাওয়ার বিষয়টিতেও যেন গুরুত্ব দেয়া হয়। তাদের কোয়ারেন্টিন প্রয়োজন হলে সেটি করতে গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিকেএমইএ প্রেসিডেন্ট সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইজিপি ড. বেনজীর আহমেদ, বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক, ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com