শেখ ফজলে রাব্বি জামালপুর:
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে বিপাকে পড়া সীমান্তবর্তী গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৩৫ ব্যাটালিয়ান ধানুয়া কামালপুর ।
সোমবার সকাল ১১টায় কামালপুর সীমান্তের ক্যাম্পের সামনে বিজিবির পক্ষ থেকে কোম্পানী কমান্ডার তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ধানুয়া কামালপুর কোম্পানী কমান্ডার জানান, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। লকডাউনের কারণে অনেকে ঘরবন্দি, বিশেষ করে সীমান্তর্বতী মানুষজন কর্মহীন হয়ে বিপাকে পড়ায় খাদ্যকষ্টে রয়েছেন। এমন অবস্থায় তাদেরকে বিজিবির পক্ষ থেকে নিরাপদ দূরুত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী, দেয়া হয়েছে। এসব সামগ্রী দিয়ে কিছু হলেও কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।