Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে লকডাউনের নামে বসত বাড়িতে হামলা ভাংচুর

আড়াইহাজারে লকডাউনের নামে বসত বাড়িতে হামলা ভাংচুর

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে লকডাউনের নামে মালম মিয়া নামে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার মেয়ে তানিয়া নামে অন্তঃস্বত্বা এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে আড়াইহাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার মামা আবুল কালাম। সোমবার সকালে উপজেলা সীমান্তবর্তী এলাকা কালাপাহাড়িয়া ইউনিনের বদলপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মালম মিয়া জানান, তিনি ঢাকার শনির আখড়ায় মাছের ব্যবসা করে আসছেন। করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে তিনি এক মাস ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন। অর্থ সংকট দেখা দেয়ায় তিনি ১মে ফের ঢাকায় বিভিন্ন লোকজনের কাছে পাওনা বাকী টাকা ওঠাতে যান। ২ মে তিনি বাড়িতে ফিরে আসেন। তার সঙ্গে বদলপুর এলাকার জামালসহ আরও অনেকেই মাছের ব্যবসা করছেন। এক পর্যায়ে প্রতিবেশী মাছ ব্যবসায়ী জামাল ও তার লোকজন তাকে ১৪ দিন ঘরে থাকার কথা বলেন।মালম  আরও বলেন, আমি তাদের কথামতো ঘরেই অবস্থান করছিলাম। কিন্তু হঠ্যাৎ জামালের নেতৃত্বে আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপকভাবে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এসময় আমার দুই মাসের অন্তঃস্বত্বা মেয়ে তানিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। কালাপাহাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য আলম বলেন, বাড়ি লকডাউনের অধীকার জামালকে কে দিয়েছে। তিনি লকডাউন করার কে। আমি বিষয়টি দেখব। অপরদিকে অভিযুক্ত জামাল তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com