শেখ ফজলে রাব্বি জামালপুর : টানা এক মাস বন্ধ থাকার পর রোববার রাত ১১টা থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) উৎপাদন ৪ এপ্রিল বন্ধ করা হয়। সূত্র জানায়, অ্যামোনিয়া প্লান্ট শাখার যান্ত্রিক ত্রুটির কারণে গত মাসের ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় কারখানা বন্ধ হয়। এতে কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। পরে নিজস্ব জনবল দিয়ে দীর্ঘ এক মাস মেরামত করে রোববার রাতে উৎপাদনে আসে কারখানাটি। ব্যাবস্থাপনা পরিচালক খান জাভেদ আনোয়ার জানান, যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্লান্ট শাখার যান্ত্রিক ত্রুটির কারণে এক মাস বন্ধ রাখা হয়েছিল। তারপর নিজস্ব জনবল দিয়ে টানা এক মাস মেরামত করে রোববার ৩ মে রাতে চালু হবার পর থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। নিজস্ব জনবল দিয়ে মেরামত করানোর কারণে অতিরিক্ত কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হয়নি
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।