Logo

বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে কিশোরী বধুর লাশ উদ্ধার  স্বামী গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে কিশোরী বধুর লাশ উদ্ধার  স্বামী গ্রেফতার

বগুড়া থেকে এনামুল হক রাঙ্গা: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ডোবা থেকে ফাতেমা আক্তার (১৭) নামের এক কিশোরী বধুর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তার স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ফাতেমা উপজেলার কৈগাড়ী গ্রামের রমজান আলীর মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় দড়ির দাগ রয়েছে। এদিকে নিহত ফাতেমার প্রায় দুই বছর আগে দুপচাঁচিয়া উপজেলার আলামিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই স্বামীকে নিয়ে ঘর জামাই থাকতো। তাদের সংসারে ১বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী আলামিন দিনমজুরি করে সংসার চালাতো। তাদের পরিবারে মাঝে মধ্যেই পারিবারিক কলহ লেগেই থাকতো ও ফাতেমাকে তার স্বামী মারধর করতো। এছাড়া তাকে একাধিকবার মেরে ফেলার চেষ্টা করেছে বলে স্থানীয়রা জানান। এমতাবস্থায় গত মঙ্গলবার রাতে বাড়িতে কেউ ছিলোনা সে সময়ে তারাবির পর থেকে ফাতেমা নিখোজ হয়। পরে পরিবারের লোকজন রাতে বিভিন্ন জায়গায় অনেক খোঁজা খুঁজি করলেও কোথাও তার সন্ধান মেলেনি। পরেরদিন বুধবার সকালে তার বাড়ি সংলগ্ন মজিবর রহমানের বাড়ির পিছনের ডোবাতে তার মৃতদেহ দেখতে পায় স্বামী আলামিন। পরে সে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তার লাশ উদ্ধার করে। এষিয়ে থানার ওসি শওকত কবির জানান তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com