Logo
HEL [tta_listen_btn]

নড়াইলের বড়দিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পাঁচ ব্যাবসায়ী ও এক মোটরসাইকেল চালককে জরিমানা

নড়াইলের বড়দিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পাঁচ ব্যাবসায়ী ও এক মোটরসাইকেল চালককে জরিমানা

জিহাদুল ইসলাম, কালিয়া(নড়াইল) প্রতিনিধি: নড়াইলের বড়দিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে পাঁচ ব্যাবসয়ী ও একজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। কালিয়া উপজেলা ভুমি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নাজিবুল আলম এ রায় কার্যকর ও আদায় করেন। আজ ০৯ মে (শনিবার) দুপুর ১২ ঘটিকায় এ অভিযান শুরু হয়। বার বার হুশিয়ার করা সত্ত্বেও সরকারি নির্দেশনা না মানায় বড়দিয়া বাজারের সাথী গারমেন্টেস এর মানিক বরুন সাহা, পিং নির্মল সাহা- ১০০০/- টাকা, দারুস সালাম বস্ত্রবিতান এর মালিক হাজী রেজাউল করিম, পিং মৃত বাবন মোল্যা ২০০০/- টাকা, বাপী সাহা, পিং বিমল সাহা (আঁচল শাড়ী ঘর) ৪০০০/-, টাকা এবং কলেজ রোডে দুটি ওয়ার্ক সপে মাস্ক না পরে ১০/১২ জন শ্রমিক কাজ করার অপরাধে দোকান মালিক টুটুল দাশ, পিং শৈলেন দাশ ১০০০/- ও দিপংকর দাশ, পিং দিলিপ দাশকে ১০০০/- টাকা নগদ জরিমানা করা হয়।। এ ছাড়া সুমন সাহা, পিং বিমল সাহাকে এক মোটর সাইকেলে ৩ জন মাস্ক ছাড়া চালানোর অপরাধে এ কোর্ট তাকে ৩০০/- টাকা জরিমানাসহ মোট ৯,৩০০/- টাকা নগদ জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই মাহাবুবুর রহমান, এসআই আল- আমীনসহ পুলিশের একটি চৌকশ দল। ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালিয়া উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ নাজিবুল আলম বলেন, বার বার হুশিয়ার করার পরও তারা সরকারি নির্দেশনা অমান্য করায় এ জরিমানা আদায় করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com