মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি: শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই কৃষকদের পাশে দাঁড়ানোর যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,তাতে সাড়া দিল শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগ। ইউনিয়ন ছাত্রলীগের একটি টিম আজকে শাপলাপুর আলিম মাদ্রাসার পাশে একজন গরীব মেহনতী মানুষের ৭০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে। জমির মালিক জানিয়েছে, করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট এবং দৈনিক বেতন বেশি হওয়ার কারণে ওনার ধান গুলো কাঠতে পারছিলেন না।এক পর্যায়ে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শুভকে জানালে তারা এসে ধান গুলো কেটে এবং ধরে পৌঁছে দেন। ধান কাটতে আরো যারা এগিয়ে এসেছেন। মহিউদ্দিন সিজার,সিঃযুগ্ন আহ্বায়ক। জাহিদুল ইসলাম শুভ, যুগ্ম আহ্বায়ক সাইফুল কাদের, সদস্য সহ ইউনিয়ন ছাত্রলীলের আরো সদস্য। শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছে কৃষকের পরিবার।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।