Logo

৬ দিন পার হলেও মেহেদী হত্যার মামলা নেয়নি মহেশখালী থানা পুলিশ!!

 

৬ দিন পার হলেও মেহেদী হত্যার মামলা নেয়নি মহেশখালী থানা পুলিশ!!

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলার মহেশখালীতে সন্ত্রাসীর হাতে মেহেদী নামে ভাইটি খুন হয়েছে কিন্তু মৃত্যু পরবর্তী তার অসহায় বাবাটি ২ বার থানায় এজাহার জমা দিতে গিয়ে দুবারই ফেরত এসেছে থানার বিভিন্ন অজুহাতে যেমনঃ ভুলেভরা আবেদন আবার আসামীর লিস্ট দীর্ঘ হওয়া আবার কখনোও বাংলাটিভিতে সাক্ষাতকারে মহেশখালীর ওসি প্রভাস চন্দ্র এর মতে আসামী পক্ষ এজাহার জমা না দেওয়া ইত্যাদি।
কিন্তু বাদী পক্ষের সাথে কথা বললে বেরিয়ে আসে ভিন্ন তথ্য যেমনঃ মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন আঃ লীগের নাম আসামী তালিকায় থাকাতে মহেশখালী থানা মামলা নিতে নারাজ বলে জানান।
মেহেদীর ছোট বোনের আকুতিঃ
শাপলাপুরে শিক্ষার্থীদের মানববন্ধনে মেহেদীর আদুরের প্রিয় বোন কোন উপায় না দেখে নিজ নিজ অবস্থান থেকে এমন প্রতিবাদটাই করেছে।
” আমার ভাইয়ের খুনীদের ফাসি চাই
তুমি আমাকে ছোট বোন বলে ডাকবে না কেন?”
এমন প্রশ্নের আকুতির সদুত্তর কি কেও দিতে পারবে?
– হয়তো না কখনোও না
হারানো ভাইটিকে কেও কি ফেরত দিতে পারবে?
– কখনো না,
অসহায় মেহেদীর পরিবারের দুর্দিনে সাপোর্ট যোগাতে প্রশাসনের আরোও অপরাধীর বিপক্ষে বেশি কঠোর হওয়া চাই ও তার পরিবারের পাশে থাকতে পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিদের আরোও আন্তরিক হওয়া জরুরী।
কোন এক প্রভাবশালী মহলের ইন্ধনে এতোকিছুর

চেষ্টার পরেও বাদীপক্ষ বিচার পাচ্ছে না এমনটাই মনে করেন মেহেদীর পরিবার ও বেশিরভাগ স্থানীয়রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com