জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধিঃ ১০ মে করোনা উপসর্গ নিয়ে মৃত বিশ্বজিৎ রায় চৌধুরীর নমুনা পরীক্ষা পজেটিভ আসে এবং ১৩ মে পার্শবর্তী খাশিয়াল গ্রামের স্কুল সংলগ্ন মসজিদের মোয়াজ্জিন মোঃ আলী মিয়া করোনা উপসর্গে অসুস্থ হয়। স্থানীয় সুত্রে জানা যায় আলী মিয়া খুলনায় পরীক্ষা করিয়েছেন এবং করোনা পজেটিভ এসেছে। আজ ১৪ মে জেলা প্রশাসকের নির্দেশে নড়াইলে আবারো লকডাউন শুরু হয়েছে। বড়দিয়া অঞ্চলে লকডাউন কার্যকর করার জন্য পুলিশ ও গ্রাম পুলিশ বেশ ততঃপর রয়েছে। ০৬ নং খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাশেল বলেন, আমার ইউনিয়নে ২ জন করোনা রুগী সনাক্ত হয়েছে একজন মারা গেছে। এই মুহুর্তে লকডাউনই করোনা প্রতিরোধে ভুমিকা রাখতে পারে। তিনি সকলকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়দিয়া- চোরখালী বাজার বনিক সমিতির সভাপতি খান শামীম রহমান বাজারের ব্যাবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, এই রমজানে আপনাদের ক্ষতি হবে জেনেও লকডাউন মেনে চলতে অনুরোধ করছি। প্রয়োজনে ঈদের পরে সুস্থভাবে ব্যাবসা করবেন। এই মুহুর্তে নির্দশনা অমান্য করে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন না। তিনি সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।