আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন অভিযান পরিচালনা করেছেন। শনিবার বেলা ১১টায় আড়াইহাজার পৌরসভা বাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসায়ী ও ক্রেতাদের অনুরোধ করা হয়। ফুটপাত অবৈধভাবে দখল করে বসানো দোকানপাট সরিয়ে দেয়া হয়েছে। আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। পৌরসভা বাসিন্দাদের মধ্যে অনেকেই বলেন, বাজারজুড়ে অটো ও সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট। এতে বাজারে প্রতিদিন যানজট লেগে থাকতো। এতে চলাচলেও সমস্যা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফুটপাতের দোকানপাট সরিয়ে দেয়ায় কিছুটা হলেও যানজট কমে আসবে। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকিও কমে আসবে। তবে অভিযান অব্যাহত রাখতে হবে। তাহলেই এর সুফল পাওয়া যাবে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও সোহাগ হোসেন বলেন, ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যবসায়ী ও ক্রেতাদের নির্দেশনা দেয়া হয়েছে। ফুটপাট দখল করে ব্যবসা পরিচালনা করায় বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।