মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামে বসবাস করেন ১২০ বছর বয়সী বৃদ্ধা নীরিবালা দাস গুপ্ত। প্রায় ২০বছর পূর্বে মৃত্যুবরণ করেন স্বামী কবিষন দাস গুপ্ত। বৃদ্ধার চার পুত্র সন্তানের একজন শিমুল দাস গুপ্ত। তিনি চাকরিরত আছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। এছাড়া বৃদ্ধার ছেলে কার্তিক দাশ গুপ্তও করেন ভালো বেতনের চাকরি। অপর দুইজনের মধ্যে একজন মৃত এবং অন্যজন স্থানীয় হোমিও পল্লী চিকিৎসক। সবচেয়ে নাজুক অবস্থায় থাকা পল্লী চিকিৎসক সন্তানই একমাত্র মায়ের দেখভাল করছেন সাধ্যমতো। বাকিরা কেউ খবরই রাখেন না এই বৃদ্ধা মায়ের। বিষয়টি মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর অবহিত হওয়ার পর আজ সকাল ১০ টায় হোয়ানক পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল মালেকের মাধ্যমে ঐ বৃদ্ধার বাড়িতে আনুমানিক ২০ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। খাদ্য সামগ্রী পেয়ে হতদরিদ্র বৃদ্ধা ও তার পরিবার মহেশখালী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।