Logo
HEL [tta_listen_btn]

বগুড়ায় বিএনপির ঈদসামগ্রী বিতরণ

বগুড়ায় বিএনপির ঈদসামগ্রী বিতরণ

বগুড়া থেকে এনামুল হক রাঙ্গা : বগুড়া জেলা বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে ৫০০ শত অসহয় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে ৫০০ শত অসহয় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ভয়ংকর করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক জনমানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। বুধবার সকালে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে ৫০০ শত অসহয় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আবহবায়ক এ্যাড সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাসার, মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল ও যুগ্ন-আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, শাহাদৎ হোসেন সোহাগ, শহর ছাত্রদলের সভাপতি সৌরভ হাসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com