Logo
HEL [tta_listen_btn]

সুপার সাইক্লোন আম্ফান এর সম্ভাব্য গতিপথ

সুপার সাইক্লোন আম্ফান এর সম্ভাব্য গতিপথ

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি:- ঘূর্ণিঝড় আম্ফান আজ 20 শে মে রাত 11 টা বেজে ৪০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৬০৮ কিলোমিটার দক্ষিন পশ্চিম দিকে অবস্থান করছে। এবং উত্তর উত্তর পুর্ব দিকে অগ্রসর হচ্ছে। বাতাসের একটানা গড় গতিবেগ ১৯০ কিলোমিটার ( ১ মিনিট স্থিতি) দমকা হাওয়া ঘন্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত। তবে এটি উপকূলে আঘাত করার সময় এর গতি আরও হ্রাস পাবে। চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় এর কেন্দ্র আগামি 21 শে মে বিকেল ৬ টার দিকে সুন্দরবন এর নিকটবর্তী এলাকায় অবস্থান করতেপারে। চিত্রে লাল রঙ্গের ঘন স্থান দিয়ে মুলত ঘূর্ণিঝড় এর মুল অংশ যাচ্ছে। এখানে দেখাযাচ্ছে ঘূর্ণিঝড় এর মুল অংশ টি ভারতের দক্ষিন ২৪ পরগনা সরাসরি আঘাত করে কলকাতা থেকে সামান্য পুর্ব দিক দিয়ে বনগাঁও হয়ে বাংলাদেশ এর যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা নাটোর পর্যন্ত ঘূর্ণীঝড় এর শক্তি নিয়ে অগ্রসর হতেপারে, তবে এটি দেশের যত ভেতরে যাবে তত এর শক্তি কমতে থাকবে। যাহোক মুল ঘূর্ণিঝড় আঘাত করার সময় বাতাসের গতিবেগ। স্থান এর নাম : কিলোমিটার বাতাসের গতিবেগ দক্ষিন ২৪ পরগনা : ১৫০ – ২০০ কিলোমিটার সাতক্ষিরা : ১৪০ – ১৭০ কিলোমিটার খুলনা : ১৩০ – ১৫০ কিলোমিটার বাগেরহাট : ১০০- ১৩০ পিরোজপুর : ১০০ -১২৫ বরগুনা : ১১০ -১৩০ ঝালকাঠি : ১০৬ -১২৫ পটুয়াখালী : ৯০ -১১০ বরিশাল : ৮০ – ১০৬ কলকাতা : ১৩০ – ১৭০ যশোর : ৯০ – ১২০ নড়াইল : ৯০ – ১২০ ঝিনাইদহ : ৯০ – ১২০ ঢাকা : ৭০ – ৮০ চট্টগ্রাম : ৫০ – ৭০ ইত্যাদি মানে এটি বগুড়া জেলা পর্যন্ত সাধারণ ঘূর্ণিঝড় শক্তি নিয়ে অগ্রসর হতেপারে। সরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com