Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জের জেলার ফকির নিটওয়্যারে ও অবন্তী মডেল সহ গার্মেন্টের ৪১ শ্রমিক করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের জেলার ফকির নিটওয়্যারে ও অবন্তী মডেল সহ গার্মেন্টের ৪১ শ্রমিক করোনায় আক্রান্ত

সোলায়মান হাসান:
নারায়ণগঞ্জে বিভিন্ন পোশাক কারখানার ৪১জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯ মে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নতুন করে ৭জন আক্রান্ত শনাক্ত হয়।
বিকেলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গত সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার ৩৪ জন শ্রমিক কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।’
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বলেন, ‘মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নতুন করে ৫জন পোশাক শ্রমিক কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে ফরিক গার্মেন্টসের ৪জন ও অন্যান্য গার্মেন্টসের ৩জন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।’
সিভিল সার্জন বলেন, ‘আক্রান্তদের মধ্যে ফকির নিটওয়্যারে ৭জন, অবন্তি কালার ট্যাক্সে ১জন, নিট ফ্যাশনে ১জন, মডেল গার্মেন্টসে ১জন, রূপসী গার্মেন্টসে ১জন, ফেইন অ্যাপারেলস্ এর ১জন, অ্যারোটেক্স গার্মেন্টসে ১ জন ও অন্যান কারখানার শ্রমিকদের প্রতিষ্ঠানের নাম নেই। তবে আমরা সেগুলোও শনাক্ত করার চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যেসব প্রতিষ্ঠানে শ্রমিক কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে সেসব প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট দিতে হবে। আর সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যার জন্য এ মুহূর্তে কোন প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করা হচ্ছে না। আজকে প্রথম দিন পর্যবেক্ষনে গিয়ে শ্রমিকের হামলার শিকার হতে হয়েছে। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘আক্রান্তদের কোন উপসর্গ নেই। তাই বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসার পরামর্শও দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com