ঢাকা অফিস: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত ১৮৭৩ জন রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছে ৩২,০৭৮ জন।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ হয়েছেন ৬,৪৮৬ জন।
এসময় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।