আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ রোববার বেলা ১২টার দিকে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে চার ব্যক্তি দগ্ধ হয়েছেন। এরা হলেন আড়াইহাজার পৌরসভাধীন শিবপুর এলাকার জয়নব আলীর ছেলে মুনছর (৫০), নোয়াপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে হরমুজ আলী (৫০), দক্ষিণপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) ও কাজী কান্দাপাড়া এলাকার রমজানের ছেলে ইব্রাহিম (২৬)। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাঠানো হয়। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, এ্যাসিল্যান্ড উজ্জল হোসেন ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী। পরে আহতদের পরিবারের কাছে ১০ হাজার টাকা করে প্রদান করাসহ খাদ্য সহযোগিতা দেয়া হয়েছে। আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত বাজার জামে মসজিদ সংলগ্ন উপজেলা সাবেক চেয়ারম্যান শাহজালালের মালিকানাধীন মার্কেটের নীচ তলায় চায়ের দোকানে এই ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. হাসমত বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে বার্ণ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী পাশ্ববর্তী দোকান মালিক ইকবাল হোসেন জানান, হরমুজ আলীর চায়ের দোকানের বাইরে একটি সেপটিক ট্যাঙ্কে হঠ্যাৎ বিস্ফোরণ হয়। এতে চার ব্যক্তি দগ্ধ হয়েছেন। আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন অফিসার শাহজাহান বলেন, চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারের আগুন সেপটিক ট্যাঙ্কে ছড়িয়ে পড়ে। এতে দোকানে আগুন ধরে যায়। আড়াইহাজার থানার এস আই শামীম বলেন, দগ্ধ চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোহগ হোসেন বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিবারের হাতে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে এবং খাদ্য সহযোগিতা দেওয়া হয়েছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।