মোঃ মোশফিকুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহীর ছেলে সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার নিজ উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে,নিম্নআয়ের ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। শুক্রবার ( ২২ মে ২০২০) সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ বাড়িতে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই,চিনি, মুড়ি,দুধ, বিস্কুট ও চানা। সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার এসময় বলেন,”সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। করোনা ভাইরাসের আতংকে মানুষের মাঝে ঈদের আমেজ বলে কিছু নেই, তাই তাদের কথা চিন্তা করে কিছুটা হলেও আমি চেষ্টা করেছি ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এবং তাদের পাশে থাকতে। যদিও আমি আমার এলাকায় নেই, তবে এই কার্যক্রম আমাকে তা অনুভব করতে দেয় নেই।এ মহৎ কাজটির পিছনে নাম না বলা মহৎ কিছু ব্যক্তির সহযোগীতা ছিল। আল্লাহ তায়ালা তাদের এই দানকে কবুল করুন।”
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।