এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি: – করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছেন রামগড় পৌরবাসীর অভিভাবক মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন। শনিবার ও রবিবার (২৩, ২৪মে) দুই দিনে রামগড় বাজারের কর্মহীন ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন ।আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি রামগড় বাজারের ১ হাজার ব্যবসায়ীদের মাঝে ১০মেট্রিক টন চাল নিজ তহবিল থেকে বিতরণ করেন। এসময় তিনি বলেন,করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা যায়।সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহ্বান জানান। এদিকে ঈদের আগেই খাদ্য সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রামগড় বাজারের অনেক ব্যাবসায়ী। আবার রামগড় বাজারস্থ প্রিয়া কুলিং কর্ণারের পরিচালক মোস্তাফিজ মতি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্টেটাস দিয়ে পৌর মেয়রকে অনেক অনেক ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন ৬ নংপৌর ওয়ার্ড কাউন্সিলর শামিম, রামগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম খাঁ,নেপাল বড়ুয়া, রামগড় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী সাংবাদিক বৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।