মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি: গতকাল রবিবার (২৪ মে ) নীলফামারীর ডোমারের চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহীর ছেলে সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার চিলাহাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন। মহামারী করোনা যুদ্ধে সাংবাদিক যোদ্ধাদের ঝুঁকি মুক্ত রাখতে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের এই পিপিই বিতরন করেন তিনি। সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার বলেন,”সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে।বর্তমানে এই ভয়ংকর করোনা ভাইরাস থেকে সচেতন থাকতে সাংবাদিক ভাইদের নিরবিচ্ছিন্ন সংবাদ আমাদের জীবন চলার পথকে নিরাপদ করে তুলেছে। করোনা ভাইরাস থেকে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে তা আমাদের এই সাংবাদিক ভাইরাই আমাদের প্রতিনিয়ত অবহিত করছেন। অথচ এই সাংবাদিক, ডাক্তার, প্রসাশনের নিরাপত্তার কথা আমরা কেউ চিন্তা করিনা। তবে এখন অনেকের বিবেক জাগ্রত হয়েছে, অনেকেই তাদের পাশে দাড়িয়েছেন। আমিও আমার সামর্থ্য অনুযায়ী আমার এলাকার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের জন্য চেষ্টা করেছি।” নিয়াজ মোর্শেদ সরকার এর ব্যক্তিগত অর্থায়নে প্রেরিত পিপিই চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-আশরাফুল হক কাজল,কার্যকরী সদস্য এ.আই.পলাশ এর হাতে তুলেদেন নিয়াজ মোর্শেদ এর প্রতিনিধি আলহাজ্ব নমিরুল হক। এসময় উপস্থিত ছিলেন চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি-তোজাম্মেল হোসেন মঞ্জু, সহ-সভাপতি-মাহব্বুল আলম (ওহাবুল),সহ-সাধারন সম্পাদক-রবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক-আসিফ ইমরান কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক-ইফতেখারুল হক টিটু,কার্যকারী সদস্য-এ.আই.পলাশ প্রমূখ্য সহ সকল সাংবাদিক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।