মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি:- দেশ ঈদের যাত্রায় ঘরমুখো এবং কর্মস্থলমুখি মানুষ আটকাতে হিমসিম খাচ্ছে , মানুষ মহেশখালীর প্রবেশপথে ভোরের আলো না ফুটতেই উৎসুক মানুষের ভিড়। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের অজুহাত দেখিয়ে মহেশখালীতে প্রবেশের পায়তারা করছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব মানুষ। এদিকে মহেশখালীতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ এ। দ্বীপ উপজেলা মহেশখালীকে করোনার ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে মহেশখালী প্রবেশসম্মুখে কঠোর অবস্থানে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স। ঈদের পরবর্তী দিনে সকাল থেকে মহেশখালীতে প্রবেশে এসব উৎসুক মানুষের স্বাভাবিক চলাচল মহেশখালীকে আরো করোনার ভয়াবহতার দিকে ঠেলে দিবে। তাই, মহেশখালী বদরখালী সংযোগ সেতুস্থ পুলিশিং চেকপোস্টে সকালে দায়িত্বরত কালারমারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে বলে জানান এএসআই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর স্যারের নির্দেশে আমরা মহেশখালী প্রবেশের চেকপোস্টে ২৪ ঘন্টা ডিউটি পালন অভ্যহত রেখেছি। রোগী কিংবা বিশেষ প্রয়োজন ছাড়া সব ধরণের মানুষ এবং যাত্রীবাহী যান চলাচল দমনে কঠোর অবস্থানে রয়েছি। সংশ্লিষ্ট মহল বলেন, কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই কিশোর বড়ুয়া’র নেতৃত্বে মহেশখালীর প্রবেশদ্বারে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির কঠোর অবস্থান প্রশংসনীয়। প্রশাসনের এমন নজরদারি কঠোর অবস্থান’ই পারে মহেশখালীকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করতে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।