আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরো ২১জনের শরীরে (কোভিড-১৯) করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৯জনে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেছেন। আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। ডা. সায়মা আফরোজ ইভা জানান, এ পর্যন্ত ৯০৬ জনের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআরে পাঠানো স্যাম্পলের মধ্যে ২৪ মে পর্যন্ত ১১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তন্মধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।