মো: জিহাদুল ইসলাম, কালিয়া, (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতিতে পুর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আওয়ামী-লীগ নেতাকে কুপিয়ে হত্যা ও ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু গ্রুপের মধ্য সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত কাইউম শিকদার উপজেলার বিলাফর গ্রামের হাসমত আলী শিকদারের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) রাতে কালিয়া উপজেলা থেকে কাইউম শিকদার ও উপজেলার নড়াগাতি থানা কৃষক লীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতসহ ৫/৬ জন নেতাকর্মী মোটরসাইকেল যোগে কলাবাড়িয়া ফেরার পথে রাত অনুমান ৯টার দিকে কালিনগর বোয়ালিয়ার চর মন্দিরের কাছে পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দূর্বত্তরা তাদের পথ রোধ করে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য কাইয়ুম সিকদারের হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে এবং নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কর্তন করে। তাদেরকে কালিয়া স্বাস্থ কমপ্লেক্সে নেবার পথে কাইয়ুম সিকদার মারা যায় এবং হাসনাত মোল্যার অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে