Logo
HEL [tta_listen_btn]

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ২০২৯ জন,মৃত্যূ ১৫ জনের, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪০ হাজার ৩২১জন, মোট মারা গেছে ৫৫৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ২০২৯ জন,মৃত্যূ ১৫ জনের, মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪০ হাজার ৩২১জন, মোট মারা গেছে ৫৫৯ জন

 

ঢাকা অফিস:-   দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪০ হাজার ৩২১। একই সময়ে মারা গেছে ১৫ জন। এতে করে মোট মারা গেছে ৫৫৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৫০০ জন। ফলে মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৪২৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ২৬৭টি। পূর্বেরসহ নমুনা পরীক্ষা করেছি ৯ হাজার ৩১০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ২৯ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৪০ হাজার ৩২১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৭৯ শতাংশ।’অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৫৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছে ৫০০ জন। মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৪২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ।’

এর আগে বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৫৪১ জন, মারা গেছে ২২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com