নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। বিভক্ত বাঙালী জাতি তার ডাকে এক কাতারে শামিল হয়ে দেশ গড়ার কাজে অংশ নিয়েছিল। তার কাছে ছিলনা কোন ভেদাভেদ। সকলের মাঝে সাম্যের রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্ঠার জনক শহীদ জিয়া। এ কারণে তিনি অমর হয়ে আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস ও মানচিত্রের সথে চিরদিন জড়িয়ে থাকবে। শহীদ জিয়া একদিকে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, অন্যদিকে উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে একটি বিপ্লবের সূচনা করেছিলেন। সার্কের আঞ্চলিক চিন্তা জিয়াউর রহমানই শুরু করেছিলেন। তিনি এই অঞ্চলে সহযোগিতার স্বপ্ন দেখিয়ে গিয়েছে। আমারা সেই মানুষটিকে বেশিদিন ধরে রাখতে পারিনি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রæদের হাতে তিনি ৩০ মে চট্টগ্রামে নির্মম ভাবে শাহাদাৎ বরন করেন।’
তিনি আরো বলেন, আজ এই করোনা কালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে অসহায় মানুষের জন্য বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। করোনা মহামারির কারনে আজ দেশে যুদ্ধাবস্থা বলা যেতে পারে। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। এর জন্য আমার পক্ষ হতে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসকল কথা বলেন। এসময় এটিএম কামাল আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দোয়া ও আলোচনায় যোগ দেন। শনিবার (৩০মে) বাদ আসর মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন এর সভাপতিত্বে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ মাদ্রাসায় এই দোয়া ও আলোচনাা অনুষ্ঠিত হয়
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।