Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

আড়াইহাজার সংবাদদাতা:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম আলম (৫০)। তিনি ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে। আজ শনিবার রাত সাড়ে ৮টায় মৃতের মামাতো ভাই আড়াইহাজার পৌরসভা বাজারের মুদি ব্যবসায়ী শহিদুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তার দোকানেই তিনি চাকরি করেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাসস্টিক সাজারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি তিন সন্তানের জনক ছিলেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। এর আগে একই ঘটনায় মুনছুর (৫০) মারা যান। তিনি আড়াইহাজার পৌরসভাধীন শিবপুর এলাকার জয়নব আলীর ছেলে। অপরজন হরমুজ আলী (৫০)। তিনি আড়াইহাজার মানিকনগর এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। তারাও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাসস্টিক সাজারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একই ঘটনায় দগ্ধ বগাদী কান্দাপাড়া এলাকার রমজানের ছেলে ইব্রাহিম (৪৫)। তিনি এখনো ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রসঙ্গত. ২৪ মে রোববার বেলা ১১টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার মালিকানাধীন ভবনের নীচ তলায় চায়ের দোকানের ভেতরে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় চারজন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com