Logo
HEL [tta_listen_btn]

অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে মোবাইল ব্যাংকিং  এজেন্টকে অর্থদন্ড

অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে মোবাইল ব্যাংকিং এজেন্টকে  অর্থদন্ড

ভ্রাম্যমান সংবাদদাতা
আড়াইহাজারে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নিন্ম আয়ের মানুষের জন্য ২৫শ টাকা উত্তোলনের সময় অতিরিক্ত টাকা নেয়ায় ব্যাংকিং এজেন্টকে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার উচিতপুরার আতাদী বাজারে মোবাইল ব্যাংকিং
এজেন্ট কামাল হোসেনকে (৩৩) ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন জানান, প্রধানমন্ত্রীর উপহারের টাকা তুলতে গেলে ওই ব্যাংকিং এজেন্ট ৫০ থেকে ১০০ টাকা বেশি করে আদায় করছিলেন সকলের কাছ থেকে। এ অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে প্রমাণ পেয়ে তাকে অর্থদন্ড করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ টাকা উপজেলার প্রায় ৫ হাজার মানুষের মোবাইলে পৌঁছে গেছে। তারা নির্ধারিত খরচ দিয়েই টাকা তুলছেন। যদি কেউ নির্ধারিত টাকার বেশি আদায় করেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com