নিজস্ব সংবাদদাতা
করোনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের ভগ্নিপতি ও আমলাপাড়ার বাসিন্দা শিপন নামের এক
ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মো. শিপন আমলাপাড়ার সরদার বাড়ির
সন্তান। তিনি ঢাকার একটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। এছাড়াও মো. শিপন’র স্ত্রী নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষক। ব্যাপারটি
নিশ্চিত করে মৃত ব্যক্তির এক স্বজন জানান, বেশ কয়েক দিন যাবৎই তিনি করোনায় অসুস্থ্য ছিলেন। বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত রাতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। আজ ফজনের নামাজের পরপরই তাকে দাফন করা করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।