নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলমখন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে উন্নত চিকিৎসারজন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া কাউন্সিলর খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি।বর্তমানে খোরশেদের স্ত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকালরোববার দুপুরে কাঁচপুরের সাজেদা হাসপাতাল থেকে উন্নত
চিকিৎসার জন্য তারা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। জানা যায়,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার
খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা প্রথমে করোনায় আক্রান্ত হন।স্ত্রীর পর খোরশেদও করোনায় আক্রান্ত হন। গত শনিবার রাত থেকে খোরশেদের স্ত্রীর অবস্থার অবনতি হলে কাঁচপুরের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী লুনার জন্য আইসিইউ সাপোর্ট পেতে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলেন খোরশেদ। পরে লুনার অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে খোরশেদও সেখানে ভর্তি হয়। খোরশেদ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। মানুষের সেবা করতে গিয়ে আজ তার স্ত্রীর অবস্থা ভালো না।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।