Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ

না’গঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। গত ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক
পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় তিন হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮
হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। সারা দেশে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতকাল রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয়

ওয়েবসাইটে প্রবেশ না করে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রাপ্ত নম্বরসহ ফল সংগ্রহের আহবান জানান জিয়াউল হক। এদিকে, আগামী ৬-৭ জুন থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ স্তরে ক্লাস কবে শুরু হবে, সেটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে আগস্টে ক্লাস শুরুর লক্ষ্যে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com