আড়াইহাজার সংবাদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরো ২ জনের শরীরে (কোভিড-১৯) করোনা শনাক্ত হয়েছে। গাজী (কোভিড) সেন্টার থেকে প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এনিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১০ জনে। তন্মধ্যে ৪০ জন সুস্থ হয়েছেন। ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকার একজন। দুপ্তারা ইউনিয়নের বাজবী এলাকার একজন। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে এরই মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে স্যাম্পলের রিপোর্ট এখনো আসেনি। মঙ্গলবার দুপুর ১টায় করোনা ফোকাল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, করোনায় আক্রান্ত দুই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দিয়ে ছিলেন। তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে স্থানীয় বড়বিনাইরচর এলাকার একজনের মৃত্যু হয়েছে। তবে এখানো তার স্যাম্পলের রিপোর্ট আসেনি। ২৭ মে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে ৩১ মে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্যাম্পল প্রদান করেন। ১ জুন রাতে তিনি মারা যান। তিনি আরো জানান, ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত ১,৪৩৩ জনের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। গাজী (কোভিড-) সেন্টারে পাঠানো স্যাম্পলের মধ্যে ২ জুন পর্যন্ত রিপোর্টে ২১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তন্মধ্যে ৪০ জন সুস্থ হয়েছেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।