Logo

গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে না’গঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

 

গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে না’গঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

শহর সংবাদদাতা:
গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ(মঙ্গলবার) বিকাল ৩টায় করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মোতাবেক দূরত্ব রক্ষা করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, নির্বাহী ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন ও কমিউনিস্ট পার্টি নেতা দুলাল সাহা । নেতৃবৃন্দ বলেন, সরকার সম্পূর্ন অনৈতিক ও অন্যায়ভাবে একতরফা মালিকদের সার্থ রক্ষায় বাসের ভাড়া ৬০% বৃদ্ধি করেছে। যা কর্মহীন ও বেকার হয়ে পড়াসহ করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘা’ এর সামিল। যেখানে বাসের ভাড়া পূর্বে যা বৃদ্ধি করেছিল তাও জনগণ মেনে নেয়নি। আন্তর্জাতিক বাজারে জালানি তেলের দাম এক তৃতীয়াংশ নেমে আসার পরও আমাদের দেশে তেলের দাম কমানো হয়নি। ফলে
জালানি তেলের দাম কমালে ভাড়া বৃদ্ধির প্রয়োজন হতো না। এছাড়া সরকারি টোলও আদায় বন্ধ করতে পারতো সরকার। তারপরও
যদি মনে করেন বাস মালিকদের ক্ষতি হবে তাহলে পোষাকখাতসহ অন্য খাতে যেমন প্রণোদনা দেয়া হয়েছে তেমন প্রণোদনা বা ভর্তুকী সরকারের পক্ষ থেকে দেয়া হোক। কোনভাবেই জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা না চাপানোর জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com